পটুয়াখালী সাপুরিয়ার মৃত্যু সাপের ছোবলে

পটুয়াখালী সাপুরিয়ার মৃত্যু সাপের ছোবলে
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃপটুয়াখালী পশ্চিম কালিকাপুর ১ নং ব্রিজ সংলগ্ন ৯নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নিজ বাড়িতে সাপের ছোবলে সাপুরিয়া লতিফ ফকিরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
পশ্চিম কালিকাপুর ৯ নং ওয়ার্ডের মোঃ হাসেম ফকিরের ছেলে পেশাগত সাপুরিয়া মোঃলতিফ ফকির(৫০) 
১৪ সেপ্টেম্বর পটুয়াখালী শহরের বিভিন্ন জায়গায় সাপের খেলা দেখিয়ে মানুষের মন কেড়েছে সাপুরিয়া লতিফ ফকির।তিনিছিলেন পেশাগত সাপুড়ে। সাপ ধরা সাপের খেলা দেখানোই ছিল তার পেশা।
তার সাথে থাকা একজন লোক জানান,সাপের খেলা দেখানোর শেষে বাসায় এসে বিষধর সাপটিকে ছিটকিয়ে টেবিলের উপরে রাখে, তার সাথে থাকা লোকজন সাপটিকে দেখে ভয় পায় বিষধর সাপটি ফেনা ধরেছিল ,তার সাথে থাকা লোকজন বলে আপনাকে সাপে ছোবল দিবে।
সাপুরিয়া লতিফ বলেন আমাকে সাপে ছোবল দিলে কিছুই হবে না। আমাকে কোনদিন কোন সাপে ছোবল দিয়ে কিছুই করতে পারবে না কিন্তু ভাগ্যের পরিহাস সাপ তাকে ক্রমান্বয়ে দুবার ছোবল মারে। কিন্তু ক্রমান্বয়ে তিনি তার জাদু মন্ত্রের দ্বারা দুবার বিষ নামানোর চেষ্টা করেছে এবং সুস্থ বোধ করেছেন।
শনিবার ১৪ সেপ্টেম্বর রাত ১১:৩০  ঘটিকার সময় সাপুড়ে যখন সাপটিকে খাবার খাওয়াতে যায় পুনরায় তৃতীয়বারের মতো সাপটি লতিফ ফকিরকে ছোবল মারে।
তিনি তার সাধ্যমত চেষ্টা করে কিছু করতে পারেনি তার শারীরিক অবস্থার অবনতির দিকে যাচ্ছিল,তার এই অবস্থা দেখে পরিবারের লোকজন ১৪ সেপ্টেম্বর মধ্যরাতে ৩:৩০ ঘটিকার সময় অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পটুয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালের নিয়ে যাওয়া হয়, কর্মরত ডাক্তার লতিফ ফকিরকে মৃত ঘোষণা করে।
তার নিজ গ্রামে ১৫ সেপ্টেম্বর  আসর বাদ জানাজা এবং পারিবারিক গোরস্থানে দাফন দেওয়া হবে।